ইউরোপা লিগের শেষ ষোলোতে পৌঁছেছে লিভারপুল। বৃহষ্পতিবার ‘ই’ গ্রুপের খেলায় ইংলিশ ক্লাবটি অস্ট্রিয়ার এলএএসকে ক্লাবকে ৪-০ গোলে হারিয়েছে।
বৃহষ্পতিবারের জয়ের ফলে লিভারপুল ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তুলুজ রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ৮। দুই দলের একটি করে ম্যাচ বাকি রয়েছে। ফলে লিভারপুলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে।
নিজেদের মাঠের খেলায় জয় নিয়ে মোটেও দুঃশ্চিন্তায় পড়তে হয়নি লিভারপুলকে। ১২ মিনিটের সময় লুইস দিয়াজের গোলে স্বাগতিক দল এগিয়ে যায়। প্রথম গোলের উৎসব থামতে না থামতেই দ্বিতীয়বারের মতো গোল উৎসবের পথ পেয়েছে লিভারপুল। এবারের গোলদাতা কোডি গাপকো। ১৫ মিনিটে গোলটি করেন তিনি।
দুই গোলে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর এসেই পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন মোহাম্মদ সালাহ। আর ইনুজরির সময়ে গাপকো নিজেদের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে সমর্থকদের আরো একবার গোল উৎসবের সুযোগ করে দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















