সহসা মাঠে ফেরা হচ্ছে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। ব্রাজিল ফুটবল দলের ডাক্তার রদ্রিগো লাসমার এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলা নেইমারের গত ২ নভেম্বর অস্ত্রোপচার করা হয়। তবে নেইমার কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এ ব্যাপারে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) অবশ্য আশা করছে ২০২৪ সালের কোপা আমেরিকার আগে তাকে মাঠে দেখা যেতে পারে।
ব্রাজিলের দলীয় ডাক্তার রদ্রিগো লাসমার গত সোমবার জানিয়েছেন, নেইমারের অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। রোববার আমি তার সঙ্গে ছিলাম। অস্ত্রোপচারের পর পরবর্তী কিছু নিয়ম কানুনের জন্য তার কাছে গিয়েছিলাম। নেইমারের অবস্থা উন্নতির দিকে। তবে এটা মনে রাখতে হবে, তার অবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে। এটা জটিল ইনজুরি। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং কিছু সময়ের জন্য তার পায়ের কার্যক্রম বন্ধ রাখতে হবে। তাকে একটা দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তবে সে দ্রুত উন্নতি করছে।
ব্রাজিলিয়ান তারকা ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিস ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। গত মাসে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় তিনি ইনজুরিতে পড়েন।
বার্সেলোনার সাবেক তারকা নেইমারের জন্য ইনজুরি একটা নিত্য সঙ্গী হয়ে গেছে। ডান পায়ের গোড়ালি এবং পায়ের ইনজুরি তাকে অনেকবার ভুগিয়েছে। ২০২১ সালে ইনজুরির কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। ২০১৯ সালেও ইনজুরি তাকে ব্যাপক ভুগিয়েছিল। একই কারণে এ বছর ক্লাবের হয়ে মাত্র ১৭টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। ফেব্রুয়ারিতে যখন ইনজুরিতে পড়েছিলেন তখন পাঁচ মাস তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।
ডাক্তার লাসমার বলেন, নেইমার যে বুঝতে পেরেছেন তার ইনজুরিটা গুরুতর। সে আগে ভিন্ন ধরণের ইনজুরিতে পড়েছিল। এবার নিয়ে তিনবার অস্ত্রোপচার হলো তার। আগের দুই অস্ত্রোপচারেও আমি ছিলাম। সে সময়ের অস্ত্রোপচার এবারের মতো জটিল ছিল না। এই ধরণের ইনজুরি থেকে সেরে উঠতে বেশি সময় লাগে।’
