আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মিরপুরে শেষ অনুশীলনের আগে বুধবার ১১ ফেব্রুয়ারি মুখোমুখি হন গণমাধ্যমের।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকায় তাকে মিস করবেন কি না এমন প্রশ্নে শান্ত বলেন,‘আসলে এই প্রশ্নটা আমার মনে হয় কেন করলেন আপনি? আমরা সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। আমরা জানি সাকিব ভাইকে মিস করবো।’
এছাড়া নাজমুল হোসেন শান্ত বলেন,‘ থাকলে ভালো হতো এই উত্তর অনেকবার পেয়েছেন। তা আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















