সাকিবকে বাদ দিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন যারা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পরও বাংলাদেশ ক্রিকেট দলের বেতন বাড়ছে! সেই সাথে মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বিসিবি। তবে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় সব ফরম্যাটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ।

 বিসিবির কেন্দ্রীয় চুক্তির ২২ সদস্যের তালিকায় তিনিই একমাত্র সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে থাকছেন। গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে।

আগে ওয়ানডে, টি-২০ ও টেস্ট ক্যাটাগারিতে এই তালিকা হলেও, এখন বৈশ্বিক গ্রেডিং পদ্ধতি মেনে এ+, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেখানে ‘এ’ ক্যাটাগরিতে থাকতে পারেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম।

অভিজ্ঞ তারকা মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা জায়গা পাচ্ছেন ‘বি’ ক্যাটাগরিতে।

আর‘সি’ ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদীরা। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরাও। তারা থাকছেন সর্বশেষ ক্যাটাগরি ‘ডি’তে।

কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় নেই সাকিব আল হাসান। তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডেকে বিদায় বলার সম্ভাবনা থাকলেও, তিনি খেলতে পারেননি টুর্নামেন্টটিতে। সবমিলিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Exit mobile version