ব্যর্থতা থেকে বের হয়ে আসতে হলে ক্রিকেটারদের পাশাপাশি বিসিবি’র দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটারদেরও চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া। ক্রিকেটারদের সাহস দিলে দ্রুত ছন্দে ফিরবে বাংলাদেশ দল। এমন মন্তব্য করেছেন লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া।
শ্রীলঙ্কা যুগসন্ধি সময়ে কঠোর পরিশ্রম করায় দ্রুত ফলাফল পেয়েছে বলেও মত তার। রাজনীতিতে যোগ দেয়া নিয়েও আক্ষেপ করলেন জয়সুরিয়া। জানালেন কোচিং ক্যারিয়ারে নিজের অভিজ্ঞতাও। একই সাথে ক্রিকেটার ক্যারিয়ার শেষ না করেই সাকিব-মাশরাফীদের রাজনীতিতে যোগ দেয়া নিয়ে দেশে তুমুল সমালোচনা।
রাজনীতিতে যোগ দেয়া নিয়ে আক্ষেপ করলেন সনাৎ জয়সুরিয়াও। ক্রিকেটার থাকা অবস্থায় হয়েছিলেন এমপি। ২০১৩ থেকে ১৫ দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে স্বীকার করলেন এই লিজেন্ড।
এ বিষয়ে জয়সুরিয়া বলেন, ‘অন্য ক্রিকেটার রাজনীতিতে এসে কি করেছে না করেছে আমি সেগুলো নিয়ে বলতে চাইনা। তবে আমি অনেক বড় ভুল করেছিলাম রাজতীতিতে পা রেখে। আমার এটা করা উচিৎ হয়নি। ক্রিকেটার হিসেবে সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি। রাজনীতিতে সেটা সম্ভব নয়। এবং সেই ভুলের জন্য আমার আক্ষেপ থাকবে সবসময়।’
তবে এসব ভুল থেকে অন্যরাও শিক্ষা নিবে বলে মনে করেন সনাৎ জয়সুরিয়া। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ ক্রিকেটেই থাকা উচিত বলে মত এই লঙ্কান কিংবদন্তির।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














