সাত বছর আগের সেই সুখস্মৃতি ফেরাতে পারবে টাইগাররা ?

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেবল একবারই পিছিয়ে পড়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড আছে! তা ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সাত বছর পর শ্রীলঙ্কার মাটিতে সেই সুখস্মৃতি ফেরানোর হাতছানি টাইগারদের সামনে।

চলতি সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। সিরিজের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে ৭ উইকেটে জিতে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ডাম্বুলায় দুর্দান্ত প্রত্যাবর্তনে স্বাগতিকদের ৮৩ রানে হারিয়ে সমতা টানে লিটন দাসের দল।

 আজ বুধবার সন্ধ্যায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে কলম্বোতে। আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

এর আগে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ২১টি। যার মধ্যে মাত্র ছয়টিতে জিতেছে তারা, হেরেছে ১৪টিতে। ড্র হয়েছে বাকিটি।

তৃতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, ‘শেষ ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয়, ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসটাও আমাদের এসেছে। আশা করি, শেষটা ভালোভাবে করতে পারি এবং ভালো খেলার চেষ্টা করব।’

সুখস্মৃতি ফেরাতে পারলে আরেকটি অর্জন হবে বাংলাদেশ দলের। মিলবে লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ। ২০১৩ সালে একমাত্র লড়াইয়ে হেরেছিল টাইগাররা। এরপর ২০১৭ সালে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

Exit mobile version