রান করাটা সহজ কাজে পরিণত করেছেন প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। বিশ্বকাপ মঞ্চে এই উইকেটরক্ষক ব্যাটার বোলারদের জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন। কোনো বোলারকে তিনি সমীহ করছেন না। যার ফলে তিন অঙ্কের যাদুকরী রান করা অভ্যাসে পরিণত করেছেন তিনি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন এই প্রোটিয়া ব্যাটার। বিশ্বকাপে সাত ম্যাচে এটা তার চতুর্থ সেঞ্চুরি।
বিশ্বকাপটা ডি কক শুরু করেছিলেন সেঞ্চুরিতে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ঠিক ১০০ রান করেছিলেন এই প্রোটিয়া ব্যাটার। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বোলাররা তার বিধ্বংসী ব্যাটিং থেকে মুক্তি পায়নি। ১০৯ রানের একটা ইনিংস খেলেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। এ ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি ডি কক। মাত্র ২০ রানে আউট হয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষেও হতাশ হতে হয়েছিল তাকে। এ ম্যাচে তার রান মাত্র ৪। পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যেনো আগের দুই ম্যাচের ব্যর্থতার প্রতিশোধের নেশায় মেতেছিলেন। ব্যাটকে চাবুক বানিয়ে বলকে তুলোধুনো করেছিলেন। বলকে একের পর এক মাঠের বাইরে পাঠিয়ে রকেট গতিতে রান সংগ্রহ করেছেন। ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন।
ষষ্ঠ ম্যাচে আবার বিরতি দেন ডি কক। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ২৩ রানে আউট হয়েছিলেন। আজ সপ্তম ম্যাচে আবার সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৪ রান করেছেন ১১৬ বলে। দশটি বাউন্ডারির পাশাপাশি তিনটি ওভার বাউন্ডারিতে সাজানো তার ইনিংস।
এবারের বিশ্বকাপে সেঞ্চুরিতে সবার ওপরে ডি কক। শুধু তাই নয়, মোট রান সংগ্রহেও শীর্ষে তিনি। সাত ম্যাচে তার সংগ্রহ ৫৪৫ রান। ১৫২ ম্যাচের ক্যারিয়ারে এ পর্যন্ত ২১টি শতক হাঁকিয়েছেন তিনি। হাফ সেঞ্চুরি ৩০টি। হাফ সেঞ্চুরির অন্তত তিনটি শতকে রূপ দেওয়ার কাছাকাছি যেয়েও পারেননি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















