সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক

হঠাৎ করেই সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ (সোমবার) দুপুরে মিরপুর শের-ই বাংলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক বেশ কয়েকজন সাবেক অধিনায়ক। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক অধিনায়ক রাজিন সালেহ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন,‘প্রেসিডেন্ট ফারুক ভাইকে ধন্যবাদ, আমাদের আমন্ত্রণ জানানোয়। তার সঙ্গে আমাদের মূলত বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে কীভাবে বিপিএলটা আরও ডেভেলপ করা যায় ও ক্রিকেটের উন্নতি করা যায়, এসব নিয়েই কথা হয়েছে।’

বৈঠক নিয়ে তিনি আরও বলেন,‘আমরা ৫-৬ জন ছিলাম। মোবাইলে আরও ২-৩ জন ছিলেন। আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারব টুর্নামেন্টটা। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওই হিসেবে কথা বলা হয়েছে।’

রাজিন আরও বলেন,‘শুধু বিপিএল নয়, এনসিএল টি-টোয়েন্টিটা কীভাবে আরও ডেভেলপ করা যায়, প্রথম শ্রেণির ক্রিকেটটা কীভাবে আরও ইম্প্রুভ করা যায়, এসব পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে কথা হয়েছে। আসলে সময় কম ছিল। আগামীতে ফারুক ভাই হয়তো আবারও ডাকবেন। সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট কীভাবে এগিয়ে নেওয়া যায়। এমনকি নির্মাণ স্কুল নিয়েও কথা হয়েছে যে কীভাবে নির্মাণ স্কুল এগিয়ে নেওয়া যায়।’

এছাড়া দেশের প্রথেম শ্রেনীর ক্রিকেট নিয়ে তিনি বলেন,‘প্রথম শ্রেণির ক্রিকেটকে আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করি। আমি মনে করি, বাংলাদেশের সেরা ক্রিকেট প্রথম শ্রেণির ক্রিকেট। এটা কীভাবে ডেভেলপ করা যায়। এর সঙ্গে ডিস্ট্রিক্ট যে টুর্নামেন্টটা আছে, সেসব ক্রিকেটাররা কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে সম্পৃক্ত হতে পারে। কীভাবে আরেকটা টুর্নামেন্ট খেললে তারা প্রথম শ্রেণিতে ইনভলব হতে পারে, এসব নিয়ে কথা হয়েছে। আপাতত প্রেসিডেন্ট সাহেব শুনেছেন। এখন হয়তো একটা বিষয় নিয়ে কথা হয়েছে। বেশিরভাগ বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে প্রথম শ্রেণি বা অন্যান্য টুর্নামেন্ট নিয়ে আরও কথা হবে। উনি বসবেন আমাদের সঙ্গে।’

Exit mobile version