সাবেক অলরাউন্ডারের যমজ সন্তান বিশ্বকাপ স্কোয়াডে

অ্যান্ডি ব্লিগনটের যমজ সন্তান

মাইকেল ব্লিগনট ও কিয়ান ব্লিগনট যমজ দুই ভাই। ১৭ বছর বয়সী এ দুই সহোদর এবার খেলবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আসরে জিম্বাবুয়ের হয়ে। তারা জিম্বাবুয়ে জাতীয় দলের সাবেক পেস অলরাউন্ডার অ্যান্ডি ব্লিগনটের যমজ সন্তান। বুধবার যুব বিশ্বকাপের ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন তার দুই ছেলে।

জিম্বাবুয়ের হয়ে ১৯ টেস্ট ও ৫৪ ওয়ানডের পাশাপাশি একটি টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডি ব্লিগনট। এই পেস বোলিং অলরাউন্ডার ২০১০ সালে সর্বশেষ খেলেছেন জিম্বাবুয়ের জার্সিতে। ১৫ বছর পর আবার তার নাম আলোচনায় এসেছে।

বাবা অ্যান্ডি ব্লিগনট পেস অলরাউন্ডার হলেও তার যমজ সন্তান স্পিন অলরাউন্ডার। কিয়ান লেগস্পিন অলরাউন্ডার এবং মাইকেল অফস্পিন অলরাউন্ডার। এবার তারা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেতে চলেছেন যুব বিশ্বকাপ দিয়ে।

এবার যুব বিশ্বকাপের ১৬তম আসর অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ‘সি’ গ্রুপে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল খেলবে ইংল্যান্ড, পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে। সেখানেই এবার পরীক্ষা ব্লিগনের যমজ ছেলেদের। ১৫ জনের স্কোয়াডে তাদের রাখা হয়েছে।

বাবা অ্যান্ডি দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালে অনুষ্ঠিত বড়দের বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন। এবার তারই পদাঙ্ক অনুসরণ করে যুবাদের বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু তার ছেলেদের। ১৫ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে জিম্বাবুয়ের যুবারা।

Exit mobile version