সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর হচ্ছে বিসিবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটার, বোর্ড পরিচালক ও ম্যাচ অফিশিয়ালদের নানারকম পোস্ট, কথা বার্তার উপর সীমাবদ্ধতা আরোপ করার কথা ভাবছে বিসিবি। প্রায়ই দেখা যাচ্ছে ক্রিকেটারদের বিভিন্ন মন্তব্য বা পোস্ট ভাইরাল হয়ে যাচ্ছে। জাতীয় দলে সুযোগ পাওয়া না–পাওয়া, বিসিবির বিভিন্ন অভ্যন্তরীণ ব্যাপার থেকে শুরু করে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে নানা মতপ্রকাশ করেন তারা। এসব ব্যাপারেই কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ছবি ফ্রম গুগল

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেয়ালখুশিমতো পোস্ট করার প্রবণতা বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুধু ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক ও ম্যাচ অফিশিয়ালদের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রকম নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বোর্ড। বিসিবি সভাপতি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বোর্ড থেকে সবাইকে বলেছি, এগুলো নিয়ে (সামাজিক যোগাযোগমাধ্যমে) কোনো মন্তব্য করা যাবে না। কেউ ভালো খেললেও বেশি কথা বলা যাবে না। আগে দেখা যেত ভালো পারফরম্যান্সের পর ক্রিকেটাররা স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন’।  

গণমাধ্যমে মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনা নতুন কোনো ব্যাপার নয়। বিসিবি সভাপতির মতে গঠনমূলক সমালোচনা হলে ক্রিকেটের জন্য ভালো হবে। তিনি বলেন, ‘মিডিয়ায় সমালোচনা আসবে। তবে তা গঠনমূলক হলে আমাদের কাজ সহজ হবে। আমরা ভুল থেকে শিখতে পারব’।  

২০২৪ সালের ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক। সাড়ে চার মাসে বাংলাদেশ ক্রিকেট পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়েছে। তবে ঘরের মাঠে বাংলাদেশ বাজেভাবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ফলাফল পেতে হলে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। দায়িত্ব নেওয়ার পর চার মাস হয়েছে। এই সময়ে কোনো ম্যাজিক করা সম্ভব নয়। তবে যদি আমরা সঠিক প্রক্রিয়ায় এগোতে পারি, তাহলে যুক্তিসংগত ফলাফল আসবে। এ জন্য সবার ধৈর্য দরকার’।

Exit mobile version