অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে গুরুতর চোট পেয়েছেন ভারতের সহ–অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বাঁ পাঁজরে চোটের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হওয়ায় বর্তমানে তিনি সিডনির এক হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।
শনিবার ম্যাচ চলাকালে অসাধারণ এক ক্যাচ ধরতে গিয়ে বিপদে পড়েন আইয়ার। অ্যালেক্স কেয়ারির ব্যাকওয়ার্ড পয়েন্টে মারা শটটি রুখতে দৌড়ে গিয়ে পেছনের দিকে ঝাঁপ দেন তিনি। বলটি হাতে লেগেই জমে গেলেও পড়ার সময় গুরুতর আঘাত পান পাঁজরে। প্রথমে সামান্য ব্যথা মনে হলেও পরে ব্যথা বেড়ে গেলে দ্রুত তাকে মাঠ থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পরীক্ষায় আইয়ারের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের প্রমাণ মেলে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসক দল জানায়, অন্তত দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে এই ব্যাটারকে, তার সেরে ওঠার গতির ওপর ভিত্তি করে সময়সীমা নির্ধারিত হবে।
বর্তমানে ভারতীয় দলে আইয়ারের অনুপস্থিতি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে আসন্ন সিরিজ ও টুর্নামেন্টগুলো সামনে রেখে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















