সিডনিতে তিন ম্যাচ সিরিজের শেষটিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে, ৮ উইকেটে হারলো পাকিস্তান। এই হারের ফলে তিন ম্যাচ সিরিজের সবগুলো টেস্টেই হারের মুখ দেখলো শান মাসুদের দল।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে সফর কারীরা ১১৫ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৩০ রান।
আলোচিত ওপেনার উসমান খাজা শূন্য রানে আউট হলেও বিদায়ী ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার ৫৭ ও মারনাস লাবুশেনের অপরাজিত ৬২ রানে সহজ জয় পায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
এর আগে ৭ উইকেটে ৬৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেন দুই পাকিস্তানী ব্যাটার মোহাম্মাদ রিজওয়ান ও আমের জামাল।
দলীয় সংগ্রহকে ১০৯ রানে নিয়ে গিয়ে ব্যক্তিগত ২৮ রানে আউট হন মোহাম্মদ রিজওয়ান। নাথান লিওনের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়েন রিজওয়ান।
পরের ওভারেই আউট হন ১৮ রান করা আমের জামাল। প্যাট কামিন্সের বলে ট্রাভিস হেডের হাতে ধরা পড়েন পাকিস্তান দলের নতুন এই সেনসেশন।
দলীয় ৪৪ ওভারে লিওনের বলে হাসান আলী আউট হলে ১১৫ তে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
মূলত টেস্টের তৃতীয় দিন শেষেই পাকিস্তানের পরাজয়ের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। জশ হ্যাজলউডের বিধ্বংসী বোলিং এক ওভারেই তিন উইকেট হারায় পাকিস্তান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















