ক্রিকেট মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মুখোমুখি হওয়া মানেই বাড়তি কিছু। ম্যাচের পারদে পারদে থাকে টানটান উত্তেজনা! মাঠের ক্রিকেটে যেমন তা থাকে, থাকে মাঠের বাইরের আলোচনাতেও। নিদাহাস ট্রফি হয়ে ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট-এই উত্তেজনা কেবল বেড়েছেই সময়ের সঙ্গে।
শ্রীলঙ্কা সফরে এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইানাল নিয়ে ফের উত্তেজনা বেড়েছে দুই দলের। মঙ্গলবার বিকেল ৩টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কান স্পিনাদের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে স্পিনের জবাব দেয় মেহেদী হাসান মিরাজের দল।
রোমাঞ্চকর জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। তাই তো ওয়ানডে ট্রফি জয়ের মিশনে কঠিন লড়াই অপেক্ষা করছে। তার জন্য বাংলাদেশের একাদশে আসছে দুই পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে পেশিতে টান লেগে বেশ ব্যথা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের পেশিতে আঘাত পান তিনি। চোট পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি।
ফলে শান্তকে ছাড়াই মাঠে নামছে টিম বাংলাদেশ। তার পরিবর্তে একাদশে ফিরছেন নাঈম শেখ। ফলে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। আর ওয়ানডাউনে শান্তর পরিবর্তে একাদশে ফিরছেন নাঈম শেখ।
চারে থাকছেন তাওহিদ হৃদয় ছয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাতে শামিম হোসেন। আর আটে নিজের জায়গা মবজুত করেছেন জাকের আলী। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই উইকেটকিপার ব্যাটার।
এখানে তার জায়তা পাক্কা! এছাড়া থাকছেন পেসার তানজিম হাসান সাকিব। দলের প্রয়োজনে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেন ডান হাতি এই পেসার। দ্বিতীয় ম্যাচে দলের বিপদে ১৫৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে অপরাজিত ৩৩ রান করেন।
তবে এ ম্যাচে একাদশে জায়গা হচ্ছে না পেসার হাসান মাহমুদের। তার পরিবর্তে এক ম্যাচ বিশ্রাম থেকে ফিরছেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হারলে বল হাতে দারুণ সফল ছিলেন এই ডানহাতি পেসার।
তিনি একাই নেন চার উইকেট। এছাড়া থাকছেন তানভীর ইসলাম। এই স্পিনার দ্বিতীয় ম্যাচে একাই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ফাইপার উইকেট শিকার করেন তিনি। এছাড়া থাকছেন মোস্তাফিজুর রহমান।
