ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের ভিড়ে এখন সূচির সংঘাত যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির কারণে একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এবার সেই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা জাগছে ২০২৬ সালেও।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাধারণত এই সময়েই হয়ে থাকে পিএসএল। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও এপ্রিল-মে মাসে পিএসএল আয়োজনের কথা ভাবছে, যা আইপিএলের প্রচলিত সময়ের সঙ্গে সাংঘর্ষিক।
পিসিবির একটি সূত্র জানিয়েছে, ডিসেম্বর-জানুয়ারিতে সময় থাকলেও ওই সময় পাকিস্তানি খেলোয়াড়রা বিগ ব্যাশে অংশ নেবেন এবং দেশের ঘরোয়া টুর্নামেন্টও চলবে। তাই আবারও এপ্রিল-মে সময়ে পিএসএল আয়োজনের প্রস্তুতি নিতে বলবে বোর্ড।
পিএসএল সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আইপিএলের সঙ্গে চলেও এবার পিএসএল ভালো সাড়া পেয়েছে। দর্শকসংখ্যা, সম্প্রচারস্বত্ব এবং বিদেশি খেলোয়াড় নিয়েও ইতিবাচক ফল এসেছে। তাই এই সময়টা ভবিষ্যতের জন্যও কার্যকর হতে পারে।
পিসিবি আরও দুইটি দল যুক্ত করে পিএসএল ৮ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছে। পাশাপাশি নতুন টাইটেল স্পনসরশিপ ও লাইভ স্ট্রিমিং চুক্তির প্রস্তুতিও চলছে। আর্থিকভাবে পিএসএল এখন পাকিস্তান ক্রিকেটের বড় উৎস, যা বছরের পর বছর বিস্তার পাচ্ছে।
তবে আইপিএল ও পিএসএলের সূচি সংঘাত আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিতেও পারে। ২০২৬ সালে দুই লিগ কিভাবে চলবে, সেটাই এখন দেখার বিষয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















