যুব এশিয়া কাপ আসরে রেকর্ড গড়ে জয় পেয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ ভারতের যুবারা ২৩৪ রানে আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে। বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে গড়েছেন বেশ কিছু রেকর্ড।
দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস হেরে আগে ব্যাট করে ভারত অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ৬ উইকেটে করে ৪৩৩ রান। এটি যুব ওয়ানডেতে ভারতের সেরা সংগ্রহ। এর আগে তাদের সেরা ছিল ৪২৫ রান।
যুব এশিয়া কাপেরও এটি সর্বোচ্চ দলীয় রান। এর আগে ২০১২ সালে কাতারের বিপক্ষে বাংলাদেশের করা ৩৬৪ রানই ছিল এই আসরের দলীয় সেরা। আর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের সেরা ছিল ৩৫৪ রান।
বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ৯ চার, ১৪ ছক্কায় ১৭১ রান করেন। এটি যুব এশিয়া কাপে ভারতের পক্ষে দ্বিতীয় সেরা ইনিংস। আম্বাতি রাইডুর ১৭৭ সেরা ভারতের পক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে।

এই আসরে ব্যক্তিগত ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এর আগে ২০০৮ সালে ১২ ছক্কার রেকর্ড গড়েন নামিবিয়ার মাইকেল হিল।
এছাড়া অ্যারন জর্জ ৭৩ বলে ৭ চার, ১ ছয়ে ৬৯ ও বিহান মালহোত্রা ৫৫ বলে ৭ চার, ১ ছয়ে ৬৯ রান করেন। ইয়ুগ শর্মা ও উদ্দিশ সুরি ২টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে আরব আমিরাতের যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান করতে পেরেছে। মাত্র ৫৩ রানেই ৬ উইকেট হারায় তারা। কিন্তু ৮ নম্বরে নেমে উদ্দিশ সুরি ১০৬ বলে ৫ চার, ১ ছয়ে ৭৮ রানের দারুণ এক ইনিংসে খেলে অপরাজিত থাকেন।
এছাড়া পৃথ্বী মধু ৮৭ বলে ৪ চার, ২ ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন। ভারতের হয়ে ৯ জন বোলিং করেন। চারজন ১টি করে উইকেট নেন। আর দিপেশ দেবেন্দ্রন নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-১৯ : ৪৩৩/৬; ৫০ ওভার (সূর্যবংশী ১৭১, বিহান ৬৯, জর্জ ৬৯; ইয়ুগ ২/৭৫, সুরি ২/৭৭)।
আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ : ১৯৯/৭; ৫০ ওভার (সুরি ৭৮*, মধু ৫০; দিপেশ ২/২১)।
ফল : ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৩৪ রানে জয়ী।
ম্যাচসেরা : বৈভব সূর্যবংশী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















