ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেও জাতীয় দলে নিয়মিত হতে পারছেনা নুরুল হাসান সোহান।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়নি সোহানকে। এই উইকেটকিপার ব্যাটার ডাক না পাওয়ায় অবাক হয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আজ মঙ্গলবার চট্টগ্রামে বিসিবির টেস্ট কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমকে নান্নু বলেন, ‘সিলেকশন প্যানেল তো…এটার জবাব দিয়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দিয়েছে কিভাবে দল করেছে। তবে কিছু কিছু জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে।’
এছাড়া তিনি বলেন,‘কিন্তু সোহানের বাদ-পড়াটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। গেল এ টিমের সিরিজেও সে ভালো পারফর্ম করেছে। এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলো রয়েছে সেখানেও ভালো করেছে। তো এই জায়গাটার একটা প্রশ্ন রয়েছে। অভারল প্রধান নির্বাচক তো একটা ব্যাখ্যা দিয়েছে।’
এর আগে অভিমানে সোহান জানান, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যে কোনো কারণে হয়তোবা, তো অবশ্যই আক্ষেপটা থাকবে।’
গতকালের অনুশীলন ম্যাচেও ৯৭ রান করেন সোহান। পরে আক্ষেপের সুরে জাতীয় দল নিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।’
