স্বর্ণখচিত আইফোন উপহার পেলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগ পিএসএলের ফাইনালে ওঠার পথে লাহোর কালান্দার্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। ফলে টাইগার স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে ২৪ ক্যারেটের স্বর্ণখচিত আইফোন ১৬ প্রো উপহার দিলেন লাহোরের টিম ডিরেক্টর।

শুক্রবার (২৩ মে) রাতে পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাহোর। তাদের দেয়া ২০২ রান তাড়া করতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ। ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে দলকে জেতান শাহিন শাহ আফ্রিদি, সালমান মীরজা ও রিশাদ হোসেন। তিন জনই ৩টি করে উইকেট তুলে নেন।

ম্যাচে সব মিলিয়ে ৩ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন রিশাদ।তিন ব্যাটারকে আউট করায় মুগ্ধ হয়েছেন লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা। ম্যাচ শেষে ড্রেসিংরুমে রিশাদের প্রশংসা করে তাকে আইফোন উপহার দেন তিনি।

সামিন রানা বলেন, ‘আজকে জামানকে বিশ্রাম দেওয়া আমাদের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত ছিল। আমি এবং শাহিন এটা নিয়ে অনেক চিন্তা করেছি। আমরা রিশাদকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিই। এবং আমি রিশাদকে নিয়ে বেশ গর্বিত। রিশাদ তুমি আজকে আমাদের সত্যিকার অর্থে গর্বিত করেছো। চাপের মধ্যে তুমি তাদের মূল ব্যাটারদের, যাদের ধরা হয় স্পিনারদের বিপক্ষে ভালো ব্যাটার; সালমান, শাদাব আর নিশামকে আউট করেছে। একটা আইফোন তোমার জন্য।’

ড্রেসিংরুমে সবাই তালি দিয়ে অভিবাদন জানাতে থাকে। এর মধ্যে কয়েকজন বাংলায় ভালোবাসি, ভালোবাসি বলতে থাকে। তখন টিম ডিরেক্টরও রিশাদের উদ্দেশে বলে ওঠেন, ‘আমি তোমাকে ভালোবাসি’।

Exit mobile version