স্বাধীনতা কাপে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড। তবে মৌসুম শুরুর টুর্নামেন্টটা মোটেও সুখকর হয়নি শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের। ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শেখ রাসেলকে। তবে ব্রাদার্স তাও পারেনি। হেরেছে তারা।
শুক্রবার তিন ভেন্যুতে তিন মাঠে তিন ম্যাচ দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা কাপ। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে। আবাহনীর পক্ষে গোল করেন নাবিব নেওয়াজ জীবন ও রবিউল হাসান। দশম মিনিটে পেনাল্টি থেকে নাবিব নেওয়াজ আবাহনীকে এগিয়ে নেওয়ার পর রবিউল হাসান ব্যবধান দ্বিগুন করেন। দুটো গোলই হয় প্রথমার্ধে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি’র মুখোমুখি হয়েছিলো গত আসরের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
দারুণ সব সুযোগ পেয়েও শেখ রাসেল গোল করতে পারেনি। ত্রয়োদশ মিনিটে শেখ রাসেল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু সুলেমানি ল্যান্ড্রির নেওয়া শট গোলরক্ষক মোহাম্মদ নাঈম আটকে দেন। ৭৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান রচনা করতে পারেননি ল্যান্ড্রি। ফলে সাবেক চ্যাম্পিয়নদের শুরুটা হয় পয়েন্ট হারানোর হতাশায়।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির কাছে ০-২ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। ২৩তম মিনিটে মানাস কারিপভ পুলিশকে এগিয়ে নেন। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কলম্বিয়ার ফরোয়ার্ড এদিস গার্সিয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















