বড় জয়ে স্বাধীনতা কাপ শুরু হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হিগোর লেইতের জোড়া গোলে ৪-০ গোলে তারা হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
জামালের হয়ে অন্য দুটো গোল করেছেন ভ্লাদিমির দিয়াজ ও সাজ্জাদ হোসেন। এক জয়েই ‘এ’ গ্রুপ থেকে শেখ জামালের কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত হয়েছে।
কোয়ার্টার ফাইনালে শেখ জামালের সঙ্গী হয়েছে বাংলাদেশ পুলিশ। নিজেদের প্রথম ম্যাচে তারা ব্রাদার্সকে হারিয়েছিল। টানা দুই হারে বিদায় হয়েছে ব্রাদার্সের।
বসুন্ধরা কিংস অ্যারেনায় একপেশে ম্যাচ খেলেছে শেখ জামাল। অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন জামালের ব্রাজিলিয়া ফরোয়ার্ড হিগোর লেইতে। তাকে যোগ্য সহায়তা দিয়েছেন কলাম্বিয়ান ফরোয়ার্ড ব্লাদিমির। তাদের চমৎকার বোঝাপড়ায় ১১ মিনিটে জামাল এগিয়ে যায়। গোল করেন হিগোর লেইতে। ৩৪ মিনিটে আবার লেইতো স্কোরশিটে নাম লেখান।
দ্বিতীয়ার্ধে জামালের আধিপত্য ছিল। ৫৯ মিনিটে ব্লাদিমির দিয়াজ গোল করে ব্যবধান ৩-০ করেন। ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় সাজ্জাদ ব্যবধান ৪-০ করেন।
এদিকে মুন্সিগঞ্জে শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে বিমানবাহিনী ফুটবল দলকে। ৬১ মিনিটে গোলটি করেন দিপক রায়। তিন পয়েন্ট নিয়ে তারা কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















