হামজার উত্থান, নিস্টেলরয়ের পতন—লেস্টারে কোচ বদলের ইঙ্গিত

লেস্টার সিটির স্বপ্ন ছিল বড়, কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ডাচ কিংবদন্তি রুড ভ্যান নিস্টেলরয়কে। তবে মাঠের পারফরম্যান্স সেই স্বপ্নকে রূপ দিতে পারেনি, বরং শেষ হয়েছে এক লজ্জাজনক পরিণতিতে—দলের অবনমন। নিস্টেলরয়ের অধীনে লেস্টার ২৭ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৫টিতে। ফলে তাকে নিয়ে ক্লাবের আস্থা এখন টলমল।

নিস্তেলরয়ের সিদ্ধান্তেই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরিকে মৌসুমের শুরুতে ধারে পাঠানো হয় শেফিল্ড ইউনাইটেডে। যদিও লেস্টারে উপেক্ষিত এই ফুটবলার শেফিল্ডে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন সমর্থকদের। বিপরীতে, নিস্টেলরয়ের দল একের পর এক ম্যাচ হারিয়ে নেমে গেছে অবনমনে।

বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে কোচ নিস্টেলরয় জানিয়েছিলেন, তিনি ক্লাবের মালিকদের কাছ থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা চান। তবে এরপর আর কোনো আলোচনা এগোয়নি। বর্তমানে তিনি নেদারল্যান্ডসে পরিবারের সঙ্গে আছেন, কিন্তু স্কাই স্পোর্টসের রিপোর্ট বলছে—আগামী মৌসুমে তার লেস্টারে থাকা প্রায় অসম্ভব।

লেস্টার ইতোমধ্যে সম্ভাব্য নতুন কোচের তালিকাও তৈরি করে ফেলেছে। সেই তালিকায় রয়েছেন ড্যানি রোল, লিয়াম রোসেনিয়র ও রাসেল মার্টিন। নতুন মৌসুম শুরুর আগেই এই তিনজনের মধ্য থেকে একজনকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

Exit mobile version