আরব আমিরাতে প্রথম ম্যাচ জয়ের পরও বাকি দুই ম্যাচ হেরে সিরিজ হার। এবার বাংলাদেশ হোয়াইটওয়াশড হয়েছে পাকিস্তানের বিপক্ষে। শেষ ম্যাচে রোববার ১৯৭ রান তাড়ায় পাকিস্তান জিতে যায় ৭ উইকেটে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন,‘যে কোনো সিরিজ হারই হতাশাজনক। আমরা যেখানে আছি, আমরা চেষ্টা করছি কিছু গড়ে তুলতে, চেষ্টা করছি কিছু ব্যাপার বদলাতে। দলে তরুণ ক্রিকেটার আছে বেশ কিছু। হতাশা দলে আছে। তবে ততটা নয়, থিতু একটা দল নিয়ে হারলে যতটা লাগত। এটা (সিরিজ হার) হতাশাজনক, তবে সেটা ততটা খারাপ নয়, আমরা গুছিয়ে নেওয়ার পর হারলে যতটা হতো।’
দুই সিরিজের কোনোটিতে যেতে পারেননি চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদ। চোটের কারণে পাকিস্তানে যাননি মুস্তাফিজুর রহমান। নাহিদ রানা নিজেই সরে দাঁড়িয়েছেন সফর থেকে। ফলে তাসকিন ও মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারদের শূন্যতা সিরিজজুড়ে অনুভব করেছে দল।
তিনি বলেন,‘মুস্তাফিজুর রহমানের মতো একজনের অভাব যে কোনো দলই অনুভব করত। বিশেষ করে, এই উইকেটে তার স্কিলের অভাববোধ হবেই। নাহিদ রানা তুলনামূলক তরুণ। মাত্রই টি-টোয়েন্টি দলে এসেছে। ততটা অভিজ্ঞ নয় এখনও। তবে ফিজ, তাসকিন, ওদেরকে অবশ্যই মিস করেছে দল।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















