নভেম্বর মাসটা ব্যক্তিগতভাবে স্মরণীয় হয়ে থাকল সাইমন হার্মার ও শেফালি ভার্মার জন্য। একজন স্পিনে ভেঙেছেন ভারতের দুর্গ, অন্যজন ব্যাট ও বলে লিখেছেন বিশ্বকাপ ফাইনালের গল্প। সেই স্বীকৃতিতেই আইসিসি নভেম্বর ২০২৫-এর সেরা ক্রিকেটার হিসেবে নাম ঘোষণা করেছে এই দুই তারকার। হার্মার ও শেফালির মাথায় উঠলো নভেম্বর মাসের আইসিসি সেরার মুকুট
পুরুষ বিভাগে প্রথমবারের মতো আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার। বাংলাদেশের তাইজুল ইসলাম ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন ৩৬ বছর বয়সী এই স্পিনার।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে দুর্দান্ত বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে জিততে বড় ভূমিকা রাখেন তিনি। এটি ছিল ভারতের মাটিতে প্রোটিয়াদের দীর্ঘ ২৫ বছর পর প্রথম টেস্ট সিরিজ জয়।
কলকাতায় সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪০ রান খরচ করে হার্মার তুলে নেন ৪টি উইকেট। আবার দ্বিতীয় ইনিংসেও মাত্র ২১ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট।
এরপর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে তার শিকার ৬৪ রানের বিনিময়ে ৩ উইকেট ও ৩৭ রানের বিনিময়ে ৬ উইকেট। পুরো সিরিজে ১৭ উইকেট নেন তিনি। যার গড় ছিল মাত্র ৮.৯৪ রান এবং তার বোলিং ইকোনমি ছিল ১.৯১।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হার্মার বলেন, আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ হওয়া তার জন্য গর্বের। দেশের হয়ে খেলাকে তিনি স্বপ্নের মতো মনে করেন এবং এই অর্জন তিনি উৎসর্গ করেছেন সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ ও পরিবারের প্রতি।
নারী বিভাগে নভেম্বরের সেরা হয়েছেন
ভারতের ওপেনার শেফালি ভার্মা। থাইল্যান্ডের থিপাচা পুত্তাওয়ং ও সংযুক্ত আরব আমিরাতের এশা ওজাকে পেছনে ফেলে প্রথমবার আইসিসি উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জেতেন তিনি। বিশেষ বিষয় হলো, চোটের কারণে প্রতিকা রাওয়ালের বদলি হিসেবে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন শেফালি।
বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ বলে ৮৭ রান করেন তিনি, যা নারী বিশ্বকাপ ফাইনালে কোনো ভারতীয় ওপেনারের সর্বোচ্চ স্কোর। সেই সঙ্গে বল হাতে তুলে নেন সুনে লুস ও মারিজানে কাপ্পের গুরুত্বপূর্ণ উইকেট। তার এই অলরাউন্ড পারফরম্যান্সেই ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৯৮ রান এবং ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

শেফালি বলেন, তার প্রথম নারী বিশ্বকাপ অভিজ্ঞতা যেমনটা ভেবেছিলেন তেমন শুরু হয়নি, তবে শেষটা হয়েছে স্বপ্নের মতো। ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ জয়ের অংশ হতে পারা তার কাছে বিশেষ সম্মানের।
আইসিসি জানিয়েছে, য়াইসিসি ক্রিকেট ডটকম-এ নিবন্ধিত বৈশ্বিক সমর্থকদের ভোট এবং সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও মিডিয়া প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের ভোটের ভিত্তিতেই এই দুই ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















