আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে হার টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। বুধবার রাতে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল। পাকিস্তানের দেওয়া ২০২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে ওপেনার ইমনকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৪ রান করে হাসান আলীর বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে ভালো শুরুর পর ১৭ বলে দুই বাউন্ডারি ও তিন ছক্কায় ৩১ রান করে বিদায় নেন তানজিদ হাসান তামিম।
দলীয় ৩৭ রানে দুই ওপেনারকে হারিয়ে অধিনায়ক লিটন দাস হাওহিদ হৃদয়কে সঙ্গে দিয়ে দলের হাল ধরেন। এসময় হৃদয় ওয়ানডে ফর্মেটে ব্যাটিং করলেও দারুণ ব্যাট করে দলীয় ১০০ রানের মাথায় ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৩০ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায় ৪৮ রান করেন তিনি। এরপর দ্রতই ফিরে যান হৃদয় ও শামীম।
হৃদয় ২২ বলে ১৭ ও শামীম মাত্র ৪ রান করে স্ট্যাম্পিং। অর্থাত ৮ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ছন্দপতন বাংলাদেশের। এরপর ১৪৯ রানে ৮ উইকেট নেই। এদের মধ্যে জাকের আলী দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন ২১ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায়। শেষ দিকে হাসান মাহমুদ ৯ রানে অপরাজিত থাকেন। বল হাতে পাকিস্তানের হাসান আলী ৩.২ ওভার বোলিং করে একাই নেন ৫ উইকেট।
এর আগে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। তবে এদিন ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ূব শূণ্য ও ফাখার জামান ১ রান করে বিদায় নেন। এরপর মোহাম্মাদ হারিসকে সঙ্গে নিয়ে অধিনায়ক সালমান আলি আগা ব্যাটিংয়ে ঝড় তোলেন।
অবশেষ দলীয় ৫৩ রানের মাথায় এ জুটি ভাঙেন তাজিম হাসান সাকিব। হারিস ১৮ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৩১ রান করে ফেরেন। চতুর্থ উইকেট জুটিতে এবার হাসান হাওয়াজকে নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন অধিনায়ক সালমান। সালমান মাত্র ২৯ বলে তুলে নেন ফিফটি। অবশেষে দলীয় ১১৮ রানে এ জুটিতে আঘাত হানেন হাসান মাহমুদ। সালমান ৩৪ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৬ রান করে ফেরেন।
দলীয় ১৩৯ রানের মাথায় হাসান নাওয়াজকে সাজঘরে রিশাদ হোসেন। তিনি ২২ বলে দুই বাউন্ডারি ও চার ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। শেষ দিকে শাদাব খান ২৫ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। বল হাতে শরিফুল ইসলাম ৩ ওভারে ৩২ রানে নেন দুটি উইকেট। এছাড়া মেহেদী, হাসান, সাকিব ও শামিম একটি করে উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















