বিনোদ কাম্বলি। নতুন প্রজন্মের ক্রিকেট ভক্তদের কাছে নামটা হয়তো কিছুটা অপরিচিতই লাগতে পারে। কিন্তু নব্বইয়ের দশকের ক্রিকেট প্রেমীদের কাছে এখনও স্মৃতিতে অম্লান এক সময়ের বিশ্ব কাঁপানো এই ভারতীয় বাঁ হাতি ব্যাটসম্যানের নাম। ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত ভারতের হয়ে ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছিলেন বিনোদ কাম্বলি। স্কুল পর্যায়ের ক্রিকেটে ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ রয়েছে শচীন ও কাম্বলির। শচীন সাফল্যের শিখর ছুঁলেন, কিন্তু কাম্বলি যেনো কিছুটা হারিয়ে গেলেন সময়ের অগোচরে।
সম্প্রতি শিবাজি পার্কে প্রয়াত কিংবদন্তি কোচ রমাকান্ত আচরেকারের স্মৃতিসৌধের উদ্বোধনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে ছোটবেলার বন্ধু শচীন টেন্ডুলকারের সাথে সাক্ষাত হয় তার। প্রয়াত রমাকান্ত আচরেকরের স্মরণসভায় বিনোদ কাম্বলির জীর্নশীর্ণ রোগা চেহারা দেখে বোঝা যাচ্ছিল কাম্বলির শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। এর আগেও কাম্বলিকে দেখা গিয়েছে তিন-চারজনের কাঁধে ভর করে হাঁটছেন। হাত-পা কাঁপছে। উঠে দাঁড়াতে পারছেন না। চোখ-মুখ বসে একসময়ের তারকা ক্রিকেটারের এমন অবস্থা দেখে ভক্তদের মনে দেখা দিয়েছে উদ্বেগ আর শঙ্কা।
কাম্বলির শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠায় গত ২২ ডিসেম্বর তাকে থানের আকৃতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। সেখানেই চিকিৎসা চলছিল তার। হাসপাতালে ভর্তি হওয়ার সময় পেট ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানিয়েছিলেন কাম্বলি। তার শারীরিক অবস্থা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রীতিমতো উদ্বিগ্ন করেছিল।
তবে আশার কথা হলো হাসপাতালের বেডে শুয়েই ছোট্ট সাক্ষাৎকার দেন ভারতীয় প্রাক্তনী। সেখানে তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হলে, এক গানের মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, যে তিনি হাল ছাড়ছেন না, তিনি যোদ্ধা। কাম্বলি বলেন, ‘আমি ভাল আছি। আগের থেকে একটু সুস্থ লাগছে। আমি লড়াই করা ছাড়িনি, আর ছাড়বও না। এতগুলো সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছি, সবকিছুই মনে আছে। লড়াইটা আমার মজ্জাগত।’ এরপরেই বন্ধু শচীন প্রসঙ্গে তিনি বলেন, ‘ শচীনের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকে। কারণ আমাদের কোচ আচরেকর স্যার আমাদের পাশে আছেন।’ পাশাপাশি তিনি জানান আর মাত্র দুই দিন, তারপরেই তিনি সকলের সামনে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে কাম্বলিকে শুধু বেড ছেড়ে উঠে দাঁড়াতেই নয় রীতিমতো নাচ করতেও দেখা গেল। শাহরুখ খানের সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’-র টাইটেল ট্র্যাকের ছন্দে পা মেলাতে দেখা গেলো বিনোদ কাম্বলিকে। বছরের শেষ দিনে কাম্বলির এই ভিডিও দেখে ভক্ত সমর্থকরা তার দ্রুত আরোগ্যের আশায় আশ্বস্ত হতেই পারেন। নতুন বছরে কাম্বলিকে আবারও ব্যাট হাতে প্রিয় বন্ধু শচীনের সাথে ২২ গজে চার ছক্কার ফুল ছড়াতে দেখার আশা করতেই পারেন।
