ইংল্যান্ডের উদীয়মান ব্যাটিং তারকা হ্যারি ব্রুক হেডিংলি টেস্টে ইতিহাসে নাম লিখিয়েছেন এক বিশেষ কারণে—তবে সেটি দুঃখজনক। ভারতের বিপক্ষে তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেও মাত্র ১ রানের ব্যবধানে শতকের দেখা পাননি এই ডানহাতি ব্যাটার।
প্রসিদ্ধ কৃষ্ণার এক শটে মিসটাইম করে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন ব্রুক। ব্যক্তিগত ৯৯ রানে আউট হয়ে ভারতের বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে এই ‘নেলসন’ দুর্ভাগ্যে পড়লেন তিনি। তার আগে মাত্র একবার, ২০০১ সালে আহমেদাবাদ টেস্টে মার্কাস ট্রেসকোথিক এমনভাবে আউট হয়েছিলেন।
এতেই থেমে থাকছে না ইতিহাসের পাতায় ব্রুকের নাম। হেডিংলি মাঠে কোনো ইংলিশ ব্যাটার সর্বশেষ ৯৯ রানে আউট হয়েছিলেন ১৯৯৪ সালে, মাইকেল আথারটন। সেই ঘটনার ৩১ বছর পর আবার সেই একই পরিণতি পেলেন ব্রুক। হেডিংলিতে টেস্টে ৯৯ রানে আউট হওয়ার ঘটনা এটিই মাত্র তৃতীয়।
তবে এই ব্যর্থতাকেও গর্বের জায়গা বানিয়েছেন ব্রুক। হেডিংলি টেস্টে এটি তার ক্যারিয়ারের ২০তম পঞ্চাশোর্ধ ইনিংস, যা ২০২২ সালে অভিষেকের পর সবচেয়ে বেশি। র্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ব্যাটার, ফর্মের ধারাবাহিকতাও বলছে তিনিই আগামী দিনের অন্যতম বড় তারকা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














