ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন লিটন

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে লিটন দাসকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব। নেতৃত্ব পেয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন এই অটঅর্ডার ব্যাটার। কিন্তু দলের অবস্থা করুণ! আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর, পাকিস্তানের বিপক্ষেও হার দিয়ে শুরু বাংলাদেশের।

বুধবার (২৮ মে) রাতে লাহোরে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরেছে টাইগাররা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লিটনরা। আর এই দুই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন টাইগার অধিনায়ক লিটন দাস।

লাহোরে আগে ব্যাট করে ২০১ রানের পুঁজি পায় স্বাগতিক পাকিস্তান। জবাব দিতে নেমে একটা সময় পর্যন্ত ভালোই লড়াই করেছে বাংলাদেশ। তবে অধিনায়ক লিটন দাসের বিদায়ের পর আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা। ৩৭ রানের হারে স্বাভাবিকভাবেই হতাশ টাইগার অধিনায়ক লিটন। তবে আশা রাখছেন ঘুরে দাঁড়ানোর।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই পুরো ম্যাচেই বোলিং ব্যাটিং ফিল্ডিং ভালো করিনি আমরা। আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে, ২ ম্যাচ বাকি আছে। অবশ্যই ধারাবাহিকতা লাগবে। শুধু ব্যাটিং, বোলিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে।’

লিটন আরও বলেন,‘জাকের আলী (অনিক) গত এক বছর ভালো করছে। গুরুত্বপূর্ণ প্লেয়ার সে। একজন ম্যাচ জেতাতে পারবে না। সবাইকেই অবদান রাখতে হবে। আমার মনে হয় মানসিকভাবে আমাদের চিন্তা করতে হবে। ক্রিকেট কেবল অনুশীলনের ব্যাপার নয়। মানসিক চিন্তা করে মাঠে অ্যাপ্লাই করতে হবে।’

Exit mobile version