হোয়াইটওয়াশ এড়াতে পারলনা বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ লিটন দাসের টি-টোয়েন্টি দল। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মোহাম্মদ হারিসের ঝড়ো সেঞ্চুরিতে ৭ উইকেটে জয় তুলে নেন পাকিস্তান।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লে-র ৬ ওভারে স্কোর বোর্ডে ৫৩ রান যোগ করেন তারা। ২৭ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইমন।
১১তম ওভারের প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দলীয় রান ১০০ পার করেন বাঁহাতি এই ব্যাটার। ৩২ বলে ৪২ রান করে তামিম আউট হলে ভাঙে ১১০ রানের উদ্বোধনী জুটি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি পারভেজ হোসেন ইমনও। পরের ওভারে প্রথম বলে শাদাব খানকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন পারভেজ হোসেন ইমন।
তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬৬ রান। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক লিটন কুমার দাস। হাসান আলীর বলে স্কুপ করতে গিয়ে বোল্ড। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৮ বলে ২২ রান।
আব্বাস আফ্রিদির বলে সাইম আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তাওহীদ হৃদয়। ১৮ বলে ২৫ রান করে ফেরেন তিনি। শামীম হোসেন পাটওয়ারী এদিন টিকতে পেরেছেন মাত্র ৪ বল। ৮ করা বাঁহাতি এই ব্যাটারকে মোহাম্মদ হারিসের ক্যাচ বানিয়ে ফেরান আব্বাস আফ্রিদি।
মেহেদী হাসান মিরাজ আউট হন ৩ বলে ১ রান করে। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাকের আলী। আরেক প্রান্তে ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন তানজিম হাসান সাকিব। পাকিস্তানের হয়ে হাসান আলী ও আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।
এরপর বল হাতে প্রথম ওভারেই উইকেট নিয়ে চমক দেন মেহেদী হাসান মিরাজ। ওপেনার সাহিবজাদা ফারহান ১ রান করে রিশাদের হাতে ক্যাচ দেন। কিন্তু এরপর ওপেনার সাইম আইয়ুরে সঙ্গে জুটি গড়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন মোহাম্মদ হারিস।
অবশেষে দলীয় ১০০ রানের মাথায় সাইমকে ফেরান তানজিম সাকিব। ২৯ বলে ৪৫ রান করে তামিমের তালুবন্দি হন তিনি। এরপর হাসান নাওয়াজ ২৬ রান করে ফিরলেও হারিসের ঝড় থামাতে পারেনি বাংলাদের বোলাররা।
তিনি ৪৫ বলে সেঞ্চুরি তুলে নেন। তাকে সঙ্গ দেন ক্যাপ্টেন সালমান আলি আঘা। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। হারিস ৪৬ বলে আট বাউন্ডারি ও চার ছক্কায় অপরাজিত ১০৭ ও আঘা অপরাজিত ১৫ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২০ ওভারে ১৯৬/৬
পাকিস্তান ১৭.২ ওভারে ১৯৭/৩
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
সিরিজ ফলাফল
পাকিস্তান ৩ বাংলাদেশ ০।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















