যেন মড়ার উপর খাঁড়ার ঘা, এমনিতেই চোটের কারণে দলে নেই সেরা পাসার মোস্তাফিজুর রহমান্। তারপর ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার। এবার হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ! কিন্তু তার আগে নতুন করে পেয়েছে দুঃসংবাদ পেল টাইগাররা।
গোড়ালির চোটের কারণে সিরিজের তৃতীয় ম্যাচে শরিফুলকে পাবে না বাংলাদেশ। এই অবস্থায় রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে লিটন দাসের দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সংযুক্ত আরব আমিরাতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচে ব্যর্থ টাইগাররা। প্রথম ম্যাচে ৩৭ রানে ও দ্বিতীয়টি ৫৭ রানে হারে বাংলাদেশ।
দুই ম্যাচেই বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। দুই ম্যাচেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ২০১ রান করে পাকিস্তান। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া বড় টার্গেটে জবাবে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা।
প্রথম ম্যাচে ১৬৪ ও দ্বিতীয় ম্যাচে ১৪৪ রানে অলআউট হয় সফরকারীরা। প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮ এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন পেসার তানজিম হাসান। নয় নম্বরে নেমে ৩১ বলে ৫০ রান করেন তানজিম।
শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। লিটন বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের সবার বসে চিন্তা করতে হবে কীভাবে আমরা শক্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়।’
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৮টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে।
এবার দেখে নেই, বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
ওপেনিয়ে আসছে পরিবর্তন। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে ফিরতে পারেন সৌম্য সরকার। তিনে অধিনায়ক লিটন দাস। এছাড়া চারে আসতে পারে পরিবর্তন। ধারাবাহিক ব্যর্থ হওয়া তাওহিদ হৃদয়ের পরিবর্তে একাদশে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত।
পাঁচ নম্বরে থাকছেন জাকের আলী অনিক। ছয়ে থাকছেন মেহেদী হাসান মিরাজ। সাতে রিশাদ হোসেন। এছাড়া শরিফুলের পরিবর্তে একাদশে ফিরতে পারেনি সৈয়দ খালেদ আহমেদ। সঙ্গে থাকছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















