চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর চাপ ও প্রত্যাশা নিয়ে আগামীকাল সকালে মাঠে নামবে টাইগাররা। টেস্টটি শুরু হবে সকাল ১০টায়।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেননি কোচ বা অধিনায়ক, বরং দলের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাইজুল ইসলাম। জয়ের জন্য লড়াই চালিয়ে যাবার কথা জানিয়ে তাইজুল বলেন, “টার্গেট একটাই থাকবে—জেতার জন্যই খেলব। পরিস্থিতি অনুযায়ী ম্যাচের গতি বোঝা যাবে। তবে দল হিসেবে খেলতে হবে, যে বিভাগেই হোক। আমাদের লক্ষ্য থাকবে জিততে।”
প্রথম ম্যাচে দলীয় পারফরম্যান্সের ঘাটতির কথা স্বীকার করে তাইজুল জানান, “প্রত্যেক ম্যাচই সুযোগ। ব্যক্তিগতভাবে অনেকে ভালো করলেও দলীয়ভাবে পার্টনারশিপ করতে পারছি না। সবাই চেষ্টা করছে, তবে কোনো কারণে হচ্ছে না। তবে এই ম্যাচে সবাই ভালো কিছু করার জন্য প্রস্তুত।”
ম্যাচপূর্ব একাদশ ও কৌশল সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। তাইজুল বলেন, “কোচ, ক্যাপ্টেনের পরিকল্পনা থাকে। প্রস্তুতি নিচ্ছি সবাই। একাদশ সম্পর্কে কালই জানবো।”
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম জানিয়েছেন, চট্টগ্রামের উইকেট দেখে তারা পরিকল্পনা সাজাবেন। “প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব পরিকল্পনা থাকে। বাংলাদেশি বোলারদের চাপে ফেলতে ছেলেরা কাজ করছে,” বলেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য পরবর্তী পাঁচটি ম্যাচে সেরাটা দিতে চান বলেও জানান মার্করাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















