হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হারল বাংলাদেশ। এ নিয়ে টানা ছয় ম্যাচ টস হারলেন ক্যাপ্টেন লিটন। ফলে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালেন সালমান আলি আগা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সংযুক্ত আরব আমিরাতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচে ব্যর্থ টাইগাররা। প্রথম ম্যাচে ৩৭ রানে ও দ্বিতীয়টি ৫৭ রানে হারে বাংলাদেশ।
দুই ম্যাচেই বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। দুই ম্যাচেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ২০১ রান করে পাকিস্তান। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া বড় টার্গেটে জবাবে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা।
প্রথম ম্যাচে ১৬৪ ও দ্বিতীয় ম্যাচে ১৪৪ রানে অলআউট হয় সফরকারীরা। প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮ এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন পেসার তানজিম হাসান। নয় নম্বরে নেমে ৩১ বলে ৫০ রান করেন তানজিম।
পায়ের চোটে ছিটকে যাওয়া শরিফুল ইসলামের জায়গায় টি-টোয়েন্টি অভিষেক হলো সৈয়দ খালেদ আহমেদের। পাকিস্তান একাদশেও পরিবর্তন একটি। হারিস রউফকে বিশ্রাম দিয়েছে তারা। একাদশে সুযোগ পেয়েছেন আরেক পেসার আব্বাস আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হাসান আলি, আব্বাস আফ্রিদি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















