আইপিএল ২০২৬ এর মিনি নিলামের আগেই হঠাৎ এক বিতর্কিত সিদ্ধান নেয়া হলো হ্যারি ব্রুক কে নিয়ে। ইংল্যান্ডের এই ব্যাটসম্যানকে আসন্ন নিলাম তো নয়ই, ২০২৮ সাল পর্যন্ত আর কোনো আইপিএল নিলামেই দেখা যাবে না। বিসিসিআইয়ের নতুন কঠোর নিয়মে তিন বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি।
ব্রুকের আইপিএল যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। মাঠের পারফরম্যান্স আলোচনায় রাখলেও নিলামের পর হঠাৎ করে সরে দাঁড়ানোর অভ্যাসই শেষমেশ বিপদ ডেকে আনে। ২০২৪ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয় ৪ কোটি রুপিতে, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন তিনি। পরের মৌসুমে একই কাণ্ড পুনরায় ঘটে। মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দল পাওয়ার পরও ব্রুক আবার জানিয়ে দেন, তিনি খেলতে পারবেন না। এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয় একাধিক ফ্র্যাঞ্চাইজি।
এই পরিস্থিতি সামলাতে বিসিসিআই অনুমোদন দেয় নতুন একটি নীতি। নিয়ম অনুযায়ী, নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর যদি কোনো খেলোয়াড় মৌসুম শুরুর আগে নিজেকে অনুপলব্ধ ঘোষণা করেন, তবে তাকে দুই বছর আইপিএল এবং নিলাম—দুটো থেকেই বিরত রাখা হবে। এই বিধির প্রথম ভুক্তভোগী হিসেবে নাম উঠেছে হ্যারি ব্রুকের। ফলে তিনি ২০২৮ সালের মেগা নিলামের আগে আর ফিরতে পারছেন না।
এদিকে সামনে এগিয়ে আসছে আইপিএল ২০২৬ এর মিনি নিলাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের চূড়ান্ত তালিকায় রয়েছেন ৩৫০ জন ক্রিকেটার, যারা বাছাই হয়েছেন প্রায় ১,৩৯০ জন নিবন্ধিত খেলোয়াড়ের মধ্য থেকে।
সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে আসছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে আছে, ৬৪ কোটি ৩০ লাখ রুপি। কাছাকাছি আছে চেন্নাই সুপার কিংস, যাদের হাতে ৪৩ কোটি ৪০ লাখ রুপি। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ঘিরে বড় লড়াইয়ে নামতে পারে এ দুটি ফ্র্যাঞ্চাইজি।
শেষ পর্যন্ত, নিলামকে কেন্দ্র করে উত্তাপ বাড়লেও হ্যারি ব্রুকের নিষেধাজ্ঞাই এখন সবচেয়ে বড় আলোচনার জায়গা। এই সিদ্ধান্ত আইপিএলে খেলোয়াড়-ফ্র্যাঞ্চাইজি সম্পর্কের অনিশ্চয়তা কমাতে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















