আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন পারভেজ হোসেন ইমন। সিরিজের প্রথম ম্যাচে ৫৪ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেও দ্বিতীয় ম্যাচে ছিলেন না একাদশে। এ নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। এবার সেই অনুপস্থিতির কারণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ম্যাচে ব্যাট করার সময় বাম কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন ইমন। চোটের কারণে সেদিন ফিল্ডিংয়েও নামেননি তিনি।
দ্বিতীয় ম্যাচের আগে ইমনের ফিটনেস পরীক্ষা করা হয় এবং চিকিৎসকরা তাকে খেলার উপযুক্ত ঘোষণা করেন। তবুও সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। বিসিবির ভাষায়, “সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ দিতে আমরা ইমনকে দ্বিতীয় ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ভবিষ্যতের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ মেয়াদে যেন ইমনের চোট আর না বাড়ে, সেজন্যই এই সতর্কতা।
সিরিজে এখন ১-১ সমতা। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














