রংপুর রাইডার্সের সাথে টসে হেরে ব্যাটিংয়ে নামে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারও খেলেতে পারেনি ব্যাটাররা। রংপুরের বোলিং তোপের মুখে মাত্র ১৬.৩ ওভারেই অল আউট হয়ে যায় থিসারা পেরেরার দল। দলটির সংগ্রহ সর্বসাকুল্যে ১১১ রান।
চলমান বিপিএলে একটি ম্যাচও জিততে পারেনি ঢাকা। সিলেট পর্বে তাই নতুন করে স্কোয়াডে যুক্ত হয়েছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। তার আগে দলে ভিড়েছিলো মোসাদ্দেক হোসেন সৈকত। এমনকি শুরুর একাদশে আজ রংপুরের বিপক্ষে নামানো হয়েছিলো সাব্বির হোসেনকেও। তবু দলের ব্যাটিং বিপর্যয় ঠেকানো যায়নি।
দলের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ২০ রান এসেছে তানজিদ হাসানের ব্যাট থেকে। রংপুরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন নাহিদ রানা। দুটি করে উইকেট পেয়েছেন খুশদিল শাহ ও আকিফ জাভেদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩












