সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। বাংলাদেশের বিপক্ষে মাত্র দুই উইকেট হাতে রেখে দ্বিতীয় দিন শেষে ৪৪ রান পিছিয়ে থাকলেও, আজ সাউদি-জেমিসন জুটিতে প্রথম ইনিংসে সাত রানের লিড নিয়ে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
মাহমুদুল হাসান জয় ৩৪ বলে ৫* এবং জাকির হাসান ২৬ বলে ১৪* রান করে অপরাজিত আছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














