দীর্ঘ ১৩ মাস পর বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়ে রোমাঞ্চিত তিনি। দেশ ছাড়ার আগে সোমবার দুপুরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাইফউদ্দিন বলেন, “প্রায় ১৩ মাস পর দলে ফেরা সহজ ছিল না। জাতীয় দলে সুযোগ পাওয়া যেমন কঠিন, তেমনি জায়গা ধরে রাখাটা আরও কঠিন। আমি সেই চেষ্টাই করছি। মিরপুর আর চট্টগ্রামে কয়েকটি ক্যাম্প করেছি, সেখানেও নিজেকে প্রমাণের চেষ্টা ছিল।”
তিনি আরও জানান, “ক্যাম্পে আমি ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন-লেংথসহ বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছি। নাজমুল ভাইয়ের (বোলিং কোচ) সঙ্গে আলাপ করেছি। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেয়ার।”
পেস অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য বৃদ্ধিতে নিজের ভূমিকা নিয়ে আশাবাদী সাইফউদ্দিন। তিনি বলেন, “ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার নিয়মিত খেলে, যা দলকে ভারসাম্য দেয়। আমাদের দলে তানজিম সাকিবের ক্যামিও ইনিংস সেটারই উদাহরণ। যত বেশি অলরাউন্ডার থাকবে, তত দলের শক্তি বাড়বে।”
নিজের পারফরম্যান্সে দলের জন্য অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি চেষ্টায় থাকব, ব্যাটিং বা বোলিং যেটাই হোক, যেন দলের জন্য কিছু করতে পারি।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















