১৬ জুলাই ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল

সূচি প্রকাশ

পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ খেলে চলতি মাসের শুরুতে দেশে ফিরেছে টাইগাররা। বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কা সফরে। এই সফর শেষে বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। ঘরের মাঠে তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে ফিরতি লেগে।

সব কিছু ঠিক থাকলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান। এই সিরিজের জন্য আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।

সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে পাকিস্তান দল।

Exit mobile version