জয়ের দারুন সুযোগ পেয়েও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশের হার। তবে দ্বিতীয় ম্যাচেই স্পিনার তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ। আর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ফাইফার উইকেট নিয়ে ম্যাচ সেরা তানভীল।
এদিন শ্রীলঙ্কা ১৭০ রানে ৮ উইকেট হারানোর পর দলের হাল ধরেন জানিথ লিয়ানাগে। পরে দলীয় ২২৮ রানে থাকা অবস্থায় ৭৮ রান করে বিদায় নেন তিনি মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হয়ে। এরপর ৪ রান করতেই দলীয় ২৩২ রানে শেষ উইকেটের পতন ঘটে যায় শ্রীলঙ্কার। ফলে ১৬ রানের জয় তুলে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ দল।
দারুণ জয়ের পর বেশ খুশিই থাকার কথা বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। হয়েছেনও। কারণ সংবাদ সম্মেলনে তিনি ছিলেন বেশ হাস্যোজ্জ্বল। তার আগে অবশ্য কথা বলেছেন পুরস্কার বিতরণী মঞ্চেও।
জয় নিয়ে মিরাজ বলেন, ২৪০ রান তাড়া করা কঠিন ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করা। তবে আমরা বিশ্বাস করেছিলাম যে ২৪৮ রান আমরা ডিফেন্ড করতে পারব। সবাই দারুণ খেলেছে, যখন উইকেট দরকার তখন এনে দিয়েছে। আমি তানভীরকে বলেছিলাম আমাদের উইকেট দরকার। সঙ্গে সব বোলারকে পজিটিভ চিন্তা করতে বলেছিলাম কারণ আমাদের উইকেট দরকার। এছাড়া আমরা জিততে পারব না।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














