৩২ দল, বিনামূল্যে স্ট্রিমিং: জানুন কীভাবে দেখতে পারবেন ক্লাব বিশ্বকাপ

প্রথমবারের মতো ৩২ দলের স্কেলে আয়োজন করা হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ, যা এবার মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রে। উদ্বোধনী ম্যাচে দেখা মিলেছে লিওনেল মেসির ইন্টার মায়ামির এবং মিশরীয় ক্লাব আল-আহলির মধ্যে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা খুশি হতে পারেন—কারণ সবগুলো ম্যাচই দেখা যাবে বিনামূল্যে অনলাইনে। স্ট্রিমিং সার্ভিস DAZN-এ (www.dazn.com) অথবা DAZN অ্যাপ (অ্যাপ স্টোর/গুগল প্লে) ব্যবহার করে সরাসরি খেলা উপভোগ করা যাবে, কোনো সাবস্ক্রিপশন বা পেমেন্ট ছাড়াই।

গ্রুপে দলগুলো কী কী—চলুন দেখে নিই:

Exit mobile version