৩৬ সংস্থার ৩৬৮জন অ্যাথলেট নিয়ে ঢাকায় শুরু হয়েছে দুইদিনের ৩৯তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স। ১০০ মিটার স্প্রিন্ট জিতে দ্রুততম কিশোর ও কিশোরী হয়েছেন মোঃ রবিউল হাসান অনিক ও মোছাঃ আজমি খাতুন। প্রথম দিন নতুন পাঁচটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পদক তালিকার শীর্ষে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি।
সকাল থেকে প্রতিযোগিতা শুরু হলেও বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী।
৪টি গ্রুপে ৪২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বালক বালিকা (অনুর্ধ-১৬) ১৪টি ইভেন্টে এবং কিশোর কিশোরী (অনুর্ধ-১৮) ২৮টি ইভেন্ট।
উল্লেখ্য যে, ৩৬টি সংস্থার ৩৬৮জন এ্যাখলেট ৪২টি ইভেন্টে অংশগ্রহণ করছে এর মধ্যে বালক-১০৩জন, বালিকা-৮০জন, কিশোর ১৩৭জন ও কিশোরী ৪৮জন।
১০০মিটার (কিশোর) দ্রুততম মানব মোঃ রবিউল হাসান অনিক সময় নিয়েছেন ১১.১০ সে. এবং ১০০ মিটার (কিশোরী) দ্রুততম মানবী হয়েছে মোছাঃ আজমি খাতুন সময় নিয়েছে ১২.৪০ সে. উভয়ই বিকেএসপি’র।
প্রতিযোগিতার প্রথমদিনে ০৫টি নতুন জাতীয় রেকর্ডঃ
১। ১০০মিঃ (কিশোরী) নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির মোছাঃ আজমি খাতুন সময় নিয়েছেন ১২.৪০ সে. পূর্বের রেকর্ড ২০২৪ সালে এই ইভেন্টে একই সংস্থার মোছাঃ সুমাইয়া আক্তার ১২.৪৯ সে. ।
২। লংজাম্প (বালিকা) বাংলাদেশ আনসার ও ভিডিপি ৫.৫০মিটার লাফিয়েছেন পূর্বে এই ইভেন্টে ২০১৬ সালে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাদিয়া খানম ৫.২১ মিটার লাফ দেন।
৩। ৪*১০০ মিটার রিলে (কিশোরী) নতুন জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপি’র সানজিদা আফরিন পরশমনি, মোছা মিম আক্তার, মোছা সুমাইয়া আক্তার, মোছা আজমি খাতুন সময় নেন ৫৫.১২ সে. পূর্বে এই ইভেন্টেরে একই সংস্থার ২০১১ সালে ৪৯.৪০ সে. সময় নেন।
৪। ৪*১০০ মিটার রিলে (কিশোর) নতুন জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপি’র শিপন, দেলোয়ার, হাবিবুল্লাহ ও জিসান সময় নেন ৪২.৭০ সে. পূর্বে একই সংস্থার ২০০৩ সালে ৪৩.০০সে. সময় নেন।
৫। ট্রিপুল জাম্প (কিশোরী) বিকেএসপি’র মোছাঃ তাসমিয়া হোসেন ১১.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করেন পূর্বে এই ইভেন্টে ২০২৪ সালে নিজের রেকর্ড ১৪.৫৬ মিটার ছিলো।
১ম দিনে বিকাল পর্যন্ত মোট ১৯টি ইভেন্ট সম্পূন্ন হয়েছে। ১০ টি স্বর্ণ , রোপ্য-৪টি ও ৪টি ব্রোঞ্জ মোট ১৮টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৫ টি স্বর্ণ ও ৬টি রোপ্য মোট ১১টি পদক নিয়ে ২য় অবস্থানে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং ০১ টি স্বর্ণ , ১ টি রৌপ্য ও ২টি বোঞ্জ পদক মোট ৪টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা।
আগামীকাল ৩১ মে,২০২৫ শনিবার সকাল ৮টা হতে ২য় দিনের প্রতিযোগিতা শুরু হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















