৫ উইকেট নিয়ে রেকর্ডের খাতায় হাসান

বাংলাদেশের বিপক্ষে ফিরেই সিরিজের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখলেন পেসার হাসান আলি। বলতে গেলে বুধবার রাতে লাহোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে একাই গুড়িয়ে দেন এই পেসার। হাসানের বোলিং তোপে ১৬৪ রানে থামে টাইগারদের ইনিংস। দলের হয়ে ৫ উইকেট শিকার করেছেন হাসান আলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকার করা দ্বিতীয় পাকিস্তানি পেসার এখন হাসান। এর আগে কেবল উমার গুল দুই দফায় এই স্বাদ পেয়েছিলেন, একবার ২০০৯ সালে, পরে ২০১৩ সালে। হাসান ঘোচালেন ১২ বছরের অপেক্ষা।

ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে হাসান বলেন, ‘গত ৭-৮ মাস অনেক কঠিন ছিল। ক্যারিয়ার হুমকিতে ফেলে দেওয়া ইঞ্জুরি ছিল। আলহামদুলিল্লাহ্‌ এমন পারফরম্যান্স করতে পেরেছি। আমি খুশি অবশ্যই যে পাকিস্তানের হয়ে ৫ উইকেট নিতে পেরেছি কামব্যাক করতে পেরেছি। দলে ছোট হলেও কিছুটা অবদান রাখতে পেরেছি।’

এছাড়া হাসান আরও বলেন, ‘দেখুন পারফর্ম করলে আত্মবিশ্বাস বেশি থাকবে। আমি এমন একজন যে সবসময় ইতিবাচক থাকতে চায় এবং কীভাবে কামব্যাক করা যায় তা ভাবে। আমি এভাবেই এগিয়েছি। বারবার চেয়েছি কামব্যাক করতে পারফর্ম করতে। দুনিয়াতে অনেক বড় প্লেয়ার এসেছে যাদের পারফরম্যান্স আপডাউনের মধ্য দিয়ে গেছে। সব ম্যাচেই পারফরম্যান্স আসবে না। এভাবেই এগিয়ে যেতে হবে আপনাকে।’

দীর্ঘ দিন পর ফেরা নিয়ে হাসান বলেন, ‘কঠোর পরিশ্রমের অবদান আছে এখানে। এনসিএকেও (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) ধন্যবাদ দিতে হবে। মেডিকেল প্যানেলও অনেক পরিশ্রম করেছে। সবাইকেই ধন্যবাদ দিতে হবে। ফিজিও আমার সাথে কাজ করেছে। সবাইকে অনেক ধন্যবাদ। এখানে সবার সাথে ভালো বন্ডিং আমার। ৬ বছর পর একসাথে খেলা, অবশ্যই দারুণ ব্যাপার। অন্যরকম ফিলিং। ভাষায় প্রকাশ করতে পারব না। ৫ উইকেট নিয়ে দলে অবদান রাখতে পেরেছি। ২০২৬ বিশ্বকাপ নিয়ে বলব এখনও লম্বা সময় বাকি। অবশ্যই আমি বিশ্বকাপে খেলতে চাই এবং পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলতে চাই। এই সিরিজটা খেলতে হবে আগে। পারফরম্যান্স এমন থাকলে এবং দল আমাকে চাইলে কেন নয়?’

Exit mobile version