৫ সেপ্টেম্বর শুরু তারুণ্যের উৎসব অষ্টম জাতীয় খো খো

বাংলাদেশ খো খো ফেডারেশনের ব‍্যবস্থাপনায় এবং মার্কেন্টাইল ব‍্যাংক ও বিমান বাংলাদেশ এয়ার লাইনস এর পৃষ্ঠপোষকতায় আগামীকাল, ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিনদিনের অষ্টম জাতীয় খো খো প্রতিযোগীতা। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করছে খো খো ফেডারেশন।

সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক।

৭ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩ টায় পল্টন ময়দানে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে মিডিয়া পার্টনার এনিগমা মাল্টিমিডিয়া টিভি।

প্রধান আতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি’র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক।

আরও উপস্থিত থাকবেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মুক্তাদির বেলাল, সদস্য সচিব মতিউর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মীর কায়সার সাদিক।

Exit mobile version