সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩১০ রান।
ওয়ানডে মেজাজে খেলে প্রথম সেশনে ২৭ ওভারে ১০৪ রান করেছে বাংলাদেশ। এর মাঝে তাঁরা উইকেট হারিয়েছে দুইটি। দলীয় ৩৯ রানে আইজাজ প্যাটেলের বলে আউট হন ওপেনার জাকির হোসেন। এর আগে তাঁর ব্যাট থেকে আসে ৪১ বলে ১২ রান। জাকির সতর্কতার সাথে খেললেও ওয়ান ডাউনে নামা শান্ত শুরু থেকেই ব্যাটিংয়ে দারুণ আগ্রাসী ছিলেন। গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশী অধিনায়ক। ফেরার আগে ৩৫ বলে ৩৭ রান করেছেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ২টি চার ও ৩টি ছয়।
লাঞ্চ বিরতি শেষে মাঠে ফিরে ভালোই ছন্দে ছিলো বাংলাদেশ। বিরতির আগে দেখে শুনে খেলা জয় ফিরেই ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নেন। তৃতীয় উইকেট জুটিতে তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন অভিজ্ঞ মুমিনুল হক। এই দুইজনের ইনিংসে ভরসা রেখেই বড় ইনিংসের পথে আগাচ্ছিলো বাংলাদেশ।
চা বিরতির জন্য বাকী মাত্র তিন ওভার। হঠাৎ করেই ছন্দের পতন। গ্লেন ফিলিপসের বলে ইনসাইড এজে ব্যক্তিগত ৩৭ রানে আউট হন মুমিনুল। পরের ওভারেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরেন ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলে। ১১৬ বলে ৮৬ রানের ইনিংসে চারের মার ছিলো ১১ টি।
প্রথম দুই সেশনে চার উইকেট হারানো বাংলাদেশের কাছে সুযোগ ছিলো আরো ভালো কিছু করার। মুশফিক-সোহান-মিরাজের ব্যর্থতায় শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। অভিষিক্ত ব্যাটার শাহাদাত হোসেনও পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। একটা সময় মনে হচ্ছিলো দিন শেষ হওয়ার আগেই থেমে যাবে রানের চাকা। তবে শেষ পর্যন্ত তাইজুল-শরিফুলের ১৯ বলে ২০ রানের অপরাজিত জুটিতে এক উইকেট হাতে রেখেই দিন শেষ করেছে স্বাগতিকরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














