প্রায় ৯ মাস পর হোম অব ক্রিকেট মিরপুরে ফিরেছে আন্তর্জাতিক ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দেখতে মিরপুরে এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রায় ২৪ হাজার দর্শক। ম্যাচের শুরু থেকেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মাঠ মাতালেন গ্যালারিভর্তি দর্শকরা।
টাইগার ভক্তদের হতাশ করেননি পারভেজ হোসেন, মুস্তাফিজুর রহমানরা। ব্যাটিং-বোলিংয়ে দাপুটে পারফরম্যান্সে দারুণ জয় পেল বাংলাদেশ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
তবে স্বাগতিকদের বিপক্ষে হেরে এ দিন মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের কোচ মাইক হেসন। দলের সফরকারীদের অধিনায়ক আগা সালমানও উইকেটের সমালোচনা করেছেন।
এর জবাবেও দিয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। তার ভাষায়, পাকিস্তানের ক্রিকেটাররা হয়তো মানিয়ে নিতে পারেনি। মিরপুরের উইকেট নিয়ে অবশ্য সমালোচনার কোনো শেষ নেই।
পাকিস্তানের প্রধান কোচও এমন উইকেটের সমালোচনা করে বলেন, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এমন উইকেটে খেলে প্রস্তুতি নেয়া আদর্শ নয়।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১১০ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান দল। একমাত্র ফখর জামান ছাড়া আর কোনো ব্যাটারই এ দিন ক্রিজে টিকতে পারেননি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা।
এমন উইকেটেই অপরাজিত ৫৬ রানের হার না মানা ইনিংস উপহার দেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে বাঁহাতি এই ওপেনার বলেছেন, বাংলাদেশ যদি ২০ ওভার ব্যাটিং করতে পারত, তাহলে রান হতে পারত ১৬০। তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানিরা হয়ত উইকেট কিংবা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমন বলেন, ‘না, এমন কিছু মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে (মূলত ১৫.৩ ওভারে)। আমরা যদি ২০ ওভারও খেলতাম, তাহলে ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’
বোলারদেরও প্রশংসা করেছেন ইমন। তিনি বলেন, ‘খুব ভালো বোলিং করেছে মোস্তাফিজ ভাই। বাকিরাও অনেক ভালো করেছে, এ কারণে আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















