টস হেরে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়। সেখান থেকে ওপেনার তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসানের প্রতিরোধের পর মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের ব্যাটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
টানা ব্যর্থতার পর এই ম্যাচে দলকে সামনে থেকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিলেন সাকিব। ৪৬ বলে করলেন অপরাজিত ৬৪ রান। তানজিদ তামিম করেন ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ২৫ ও জাকের আলী ৭ বলে ১৪ রান করেন।
