আজ সকালে টঙ্গির আরচ্যারী প্রশিক্ষণ একাডেমিতে ১৬তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপস ২০২৫ শুরু হয়েছে । বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৭২টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সম্মানীত অতিথি হিসাবে স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার এবং ফেডারেশনের সদস্য রুবাইয়াৎ আহমেদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. সোহেল রানাসহ ৭২টি দলের খেলোয়াড় ও দলীয় কর্মর্তাবৃন্দ।
কোয়ালিফিকেশনে রিকার্ভ-কম্পাউন্ডে চ্যাম্পিয়নদের দাপট
আজ কোয়ালিফিকেশন রাউন্ডে দেশের ৭২টি ক্লাব থেকে ২০৫জন আরচ্যার অংশ নিয়েছে। রিকার্ভ পুরুষ আরচ্যার ৯৮জন, রিকার্ভ মহিলা আরচ্যার ৫৬জন, কম্পাউন্ড পুরুষ আরচ্যার ২৭জন ও কম্পাউন্ড মহিলা আরচ্যার ২৪জন। কোয়ালিফিকেশন রাউন্ডের ফলগুলো হচ্ছে- রিকার্ভ পুরুষ এককে বিমান বাহিনীর মো. রাকিব মিয়া ৬৭৩ স্কোর করে ও রিকার্ভ মহিলা এককে বিকেএসপির সায়মা সালাহ্ উদ্দিন ৬৪৯ স্কোর করে ১ম হন। কম্পাউন্ড ইভেন্টের পুরুষ এককে বিকেএসপির ঐশ্বর্য্য রহমান ৭০৮ স্কোর করে ও মহিলা এককে বিকেএসপির মোসা. কুলছুম আক্তার মনি ৬৮৯ স্কোর করে ১ম হন।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বিমান বাহিনী (মো. রাকিব মিয়া, রামকৃষ্ণ সাহা এবং আব্দুর রহমান আলিফ) রেকর্ড ২০০২ স্কোর করে ১ম হয়। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বিকেএসপি (সায়মা সালাহ উদ্দিন, মোসা. মনিরা আক্তার ও সোনালী রায়) ২১০০ স্কোরের মধ্যে রেকর্ড ১৮৮৯ স্কোর করে ১ম হয়।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বিকেএসপি (ঐশ্বর্য্য রহমান, মো. আল শাহরিয়ার জয় ও মো. আশিকুল ইসলাম আশিক) ২০৭১ স্কোর করে ১ম হয়। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বিমান বাহিনী (বন্যা আক্তার, পুস্পিতা জামান ও জোমা আক্তার) ২০২৪ স্কোর করে ১ম হয়।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিমান বাহিনী (সীমা আক্তার শিমু এবং মো. রাকিব মিয়া) ১৩০৮ স্কোর করে ১ম হয়। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপি (মোস. কুলছুম আক্তার মনি এবং ঐশ্বর্য্য রহমান) ১৩৯৭ স্কোর করে ১ম হয়।
