মেলবোর্ন টেস্টে কঠিন পরীক্ষার মুখে সফরকারী ভারত। অস্ট্রেলিয়ার রান পাহাড়ের নিচে পড়েছে তারা। স্টিভ স্মিথের ১৪০ রানের ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪৭৪ রানে শেষ হয়েছে। জসপ্রিত বুমরাহ ৪ উইকেট নিলেও অস্ট্রেলিয়ার রান পাহাড়ে চড়া আটকাতে পারেননি।
মেলবোর্ন টেস্টের আজ দ্বিতীয় দিন। প্রথম দিন অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শেষ করেছিল। স্টিভ স্মিথ ৬৮ রানে এবং প্যাট কামিন্স ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন। দিনের শুরুতে উভয়ে ভারতের বোলারদের যথেষ্ঠ ভুগিয়েছেন। ১১২ রানের জুটি তাদের। কামিন্স ৪৯ রান করেন। আর স্মিথ শেষ পর্যন্ত নিজের নামের পাশে ১৪০ রান লিখিয়ে নেন। ১৯৭ বলে এই রান করতে তিনি ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন।
ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়ার ইনিংসে আলো ছড়িয়েছেন ডেবু্যট্যান্ট ওপেনার স্যাম কনস্টাস। মাত্র ৬৫ বলে ৬০ রান করেছিলেন। তার ব্যাটিংয়ে উজ্জ্বীবিত হয়েছিলেন রান খরায় ভোগা উসমান খাজা। এ সিরিজে একবারও কোয়ার্টার সেঞ্চুরির দেখা না পাওয়া খাজা করেন ৫৭ রান। আর মার্নাস লাবুশেনের ৭২ রানের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম দিনটা নিজের করার পথে ছিল। কিন্তু শেষ সময়ে দ্রুত ভারত তিন উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে ফেলে দেয়। তবে আজ ঠিকই তারা ভালোভাবে নিজেদের ফিরে পেয়েছে।
জসপ্রিতম বুমরাহ ছিলেন সফল বোলার। ৪ উইকেট পেয়েছেন। এছাড়া রবীন্দ্র জাদেজা তিন, আকাশ দ্বীপ দুটি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট শিকার করেন।
