বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনকে অবৈধ দাবি করে ৪৫টি ক্লাব লিগ বর্জনের ঘোষণা দেয়। বেশ কয়েকবার আলোচনার পরও সমাধান হয়নি। এরপরও আগামী ১৪ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ লিগ শুরু করতে যাচ্ছে বিসিবি। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দিপন এমনটাই জানিয়েছেন।
বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের অধীনে কোনা লিগ না খেলার ঘোষণা দেয় ৪৫টি ক্লাব। এরপর কয়েক দফা পিছিয়েছে লিগ শুরুর তারিখ। মাঝে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছে বিসিবি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও প্রচেষ্টা চালিয়েছে। তবে সমাধান হয়নি।
সেই ক্লাবগুলো রাজি না হওয়ায় বিসিবি ১২ দল নিয়েই শুরু করতে হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে মাঠের সমস্যায় ১১ ডিসেম্বরের পরিবর্তে নতুন করে ১৪ ডিসেম্বর থেকে লিগ শুরু করতে যাচ্ছে সিসিডিএম।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন বলেন, ‘১১ তারিখ থেকে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হওয়ায় আগামী ১৪ তারিখ থেকে আমরা লিগ শুরু করতে যাচ্ছি। আজকের মধ্যেই আমরা সূচি প্রকাশ করব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে করার জন্য।’
লিগ বর্জনের সিদ্ধান্তে অটল ক্লাবগুলো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি বিসিবি কিংবা সিসিডিএমকে। এ বিষয়ে দিপন বলেন,‘আমরা তো আনুষ্ঠানিকভাবে ২০টা দলই ধরে রাখব। কারণ আমরা এই ধরনের (লিগ বর্জন) মৌখিক বার্তা পাচ্ছি। আমরা সূচি প্রকাশ করছি ২০টা দলকে নিয়েই। প্রথমত, এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের কাছ থেকে পাইনি।‘
প্রথম বিভাগের ৮ ক্লাব এখনো রাজি না থাকায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) নিয়ে লিগ আয়োজন করবে সিসিডিএম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











