১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশীপ

১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশীপ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশীপ২০২৫ আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে। আসরটি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

চার দিনব্যাপী এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত বিভিন্ন ক্লাব এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সহ মোট ৫৫টি টিমের প্রায় ৬৫০ জন খেলোয়াড়, বিচারক ও কর্মকর্তাগন অংশগ্রহণ করবেন। জুনিয়র ও যুব পর্যায়ের উদীয়মান উশু খেলোয়াড়দের জন্য এ প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশীপের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের উশু খেলাকে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২৮ ডিসেম্বর সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, এনডিসি। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচার কাউন্সিলর লী শাওপেং।

Exit mobile version