শুরু থেকেই নানা বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি-টোয়েন্টির চলমান একাদশ আসর। ক্রিকেটারদের সন্দেহজনক পারফরম্যান্সে গুঞ্জন উঠে ম্যাচ ফিক্সিংয়ের। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফিক্সিং নিয়ে আগুনে ঘি ঢেলে দিলেন আল জাজিরা সংবাদিক জুলকারনাইন সায়ের।
তার দাবি বিপিএলের ২২% ম্যাচ পাতানো বা ফিক্সড বলে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বেটিং নজরদারি একটি সংস্থা। যা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যেই জানানো হয়েছে। চলতি বিপিএলে ৮টি ম্যাচকে বেটিং এর জন্যে পাতানো বলে তারা বিসিবিকে জানিয়েছে।
তাই তো ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। যা নিয়ে তাদের অ্যান্টি করাপশন ইউনিট (অ্যাকু) তদন্ত করছে বলেও জানান বিসিবির বস। কারও বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তার জীবন কঠিন করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ
এবারের বিপিএলে প্রায় এক ডজন ম্যাচে ফিক্সিংয়ে পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়। সেই সাথে বিদেশী ক্রিকেটার এর সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
বিপিএলে এবার দুর্বার রাজশাহীর হয়ে দারুণ ছন্দে আছেন এনামুল হক বিজয়। কিন্তু টুর্নামেন্টের মাঝ পথে বিজয়ের অধিনায়কত্ব থেকে সরিয়ে পেসার তাসকিন আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। একই সাথে আল জাজিরার এই সাংবাদিক দাবি করেন বিপিএলগুলোতে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত।
ফিক্সিং ম্যাচের তালিকাঃ
৬ জানুয়ারি আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুর বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ
৭ জানুয়ারি রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ
১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স ম্যাচ
১২ জানুয়ারি দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটালস ম্যাচ
১৩ জানুয়ারি চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স ম্যাচ
২২ জানুয়ারি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স ম্যাচ
২২ জানুয়ারি ঢাকা ক্যাপিটাল ও সিলেট স্ট্রাইকার্স
২৩ জানায়ারি দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স ম্যাচ
