চট্টগ্রাম রয়্যালস হারাল ৩ বিদেশি ক্রিকেটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হবে আর ৩ দিন পর। এমন সময়ে বিপিএলে চট্টগ্রাম রয়্যালস এর ৩ বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করেছেন। পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা খেলবেন না এবারের বিপিএল।

বিপিএল ক্রিকেটার নিলামের আগেই এবার সরাসরি চুক্তিতে দেশীয় দু’জন শেখ মেহেদি, তানভীর ইসলামের সঙ্গে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে দলে টানে চট্টগ্রাম রয়্যালস। পরবর্তীতে আইরিশ তারকা স্টার্লিং ও লঙ্কান তারকা ডিকভেলাকে নেয় তারা।
কিন্তু নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ক্ষেত্রে ছাড়পত্র (এনওসি) পাওয়ার জটিলতার জন্যই তারা একেবারে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিশেষ করে স্টার্লিং ও ডিকভেলাকে এনওসি দিচ্ছেনা তাদের বোর্ড। তাই তারা বাধ্য হয়েই সরে গেছেন।
অন্যদিকে, আবরার আহমেদ পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় বেশ ভালো ভাবেই আছেন। তাই তাকে শর্তসাপেক্ষে এনওসি দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তা স্থগিত করতে যাচ্ছে।
২৬ ডিসেম্বর বিপিএল মাঠে গড়াবে এবং সেদিনই দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের। সেই ম্যাচে নামার আগে স্বল্প সময়ের মধ্যে এখন দলটিকে বিদেশি ক্রিকেটার সংগ্রহ করতে হবে। তাই বেশ চ্যালেঞ্জের মুখেই রয়েছে চট্টগ্রাম রয়্যালস। যদিও তাদের দলে এখনও আছেন অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন ডেলপোর্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















